আপনি কখনো প্রোগ্রামিং করেন নি ৬ মাসের একটি কোর্স করে প্রফেশনাল হওয়ার চিন্তা বাদ দিন। শুধু ৬ মাসের কোর্স করে কি আদো প্রফেশনাল হওয়া সম্ভব? উত্তরঃ হ্যা আবার না।
#হ্যাহলেঃ ৬ মাসের কোর্সে আপনাকে ওই একটি বিষয়ের উপর অনেক কিছু দেখানো হয় এবং গাইডলাইন দেয়া হয়। আপনি সব কিছু সংগ্রহে রেখে, কোর্স শেষ হওয়ার পর ১-২ বছর রেগুলার প্রেক্টিস করুন ওই সব বিষয়ের উপর। তাহলে আশা করা যায় কিছুটা।
#নাহলেঃ কোর্সে ৬ মাস আসলেন গেলেন অথবা অনলাইনেই করলেন, কিন্তু সাথে সাথে প্রেক্টিস বা শ্রম দিলেন না, তাহলে যা ছিলেন তাই থেকে থাকবেন। অথ্যাৎ, এভরিথিং জিরো।
ও হে, প্রেক্টিস এবং পরিশ্রম থাকলে অনলাইনে নিজে নিজেও ভাল করে শিখা সম্ভব। গাইডলাইন এর জন্য ওই বিষয়ে দক্ষ কারো হেল্প নেয়া যেতে পারে। বি.দ্রঃ প্রায় সব কোর্স এর ক্ষেত্রে লেখাটা প্রযোজ্য। (Author MD Zakaria)